ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বামীর সঙ্গে অভিমানে নিজ শরীরে আগুন দিলেন গৃহবধূ

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর খিলক্ষেতে স্বামীর সঙ্গে অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মোছা. আনজুমান আরা বেগম (৩৫) নামের এক গৃহবধূ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খিলক্ষেতের তিনশো ফিট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

ওই গৃহবধূর ছেলে মো. ইয়াসিন জানান, বাবার সঙ্গে পারিবারিক কলেজের জের ধরে তার মা অভিমানে রান্নাঘরের দরজা লাগিয়ে দেন। পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই।

ওই গৃহবধূ খিলক্ষেতের পাতিয়া ৪৩ নম্বর ওয়ার্ডের ৩০০ ফিট এলাকার নিজ বাসায় থাকেন। তার স্বামীর নাম মোক্তার হোসেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জাগো নিউজকে জানান, দগ্ধ নারীর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তার ইনহালেশন বার্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

এমকেআর/জিকেএস