ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দাবি আদায়ে সচিবালয়ের সামনে মাদ্রাসা শিক্ষকদের অবস্থান

প্রকাশিত: ০৮:২৭ এএম, ০১ মার্চ ২০১৬

জাতীয় বেতন স্কেলের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিতে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা পথে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের বাধায় পড়ে সচিবালয় গেটের সামনে বসে পড়েন এবং সেখান থেকে দাবি আদায়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন শিক্ষকরা।

এর আগে গত ২১ দিন ধরে  জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে ঝড়ে ও শিলা বৃষ্টিতে ভিজেও লাগাতার অবস্থান ধর্মঘট পালন করে আসছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। এ অবস্থায় কয়েকজন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তবে দাবির আদায়ের এ আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সাড়া না পেয়ে মঙ্গলবার সকালে মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেন তারা। সচিবালয় গেটের দিকে প্রবেশের আগেই পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। পরে সেখানেই বসেই দাবি মেনে নিতে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাতে থাকেন।

কর্মসূচির নেতৃত্বে রয়েছেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমিতির প্রধান উপদেষ্টা মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মওলানা নজরুল ইসলাম হিরন, মওলানা শাহজাহান, তাজুল ইসলাম, আনিসুল হক, ইনতাজবিন হাকিম, রেজাউল করিম, সরদার কামাল প্রমুখ।

এনএম/আরএস/পিআর

আরও পড়ুন