ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নরসিংদীতে অটোরিকশার ধাক্কায় আহত নারীর ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৮ এএম, ১৩ মার্চ ২০২৩

নরসিংদীতে অটোরিকশার ধাক্কায় কল্পনা দাস (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে রোববার (১২ মার্চ) দুপুর ২টার দিকে ইসলাম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বগুড়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিহতের স্বামী কালী বাবু দাস বলেন, নরসিংদীর ইসলাম বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা কল্পনাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মারা যান।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি নরসিংদী সদর জেলার উত্তর কান্দাপাড়া গ্রামে। আমার একটা ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুন: মাইক্রোবাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাজী আল আমিন/জেডএইচ/জেআইএম