ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ইভিএম ছিনিয়ে কেন্দ্রের বাইরে আনলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৬ মার্চ ২০২৩

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিট ছিনিয়ে বাইরে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে (১৬ মার্চ) উপজেলার জ্যৈষ্ঠপুরা রমনীমোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঘটে এই ঘটনা।

যিনি ইভিএমের ব্যালট ইউনিটটি ছিনিয়ে নেন তার নাম নিমর্লেন্দু দে সুমন। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। দুপুর ১২টার দিকে ভোটকেন্দ্রের ৫ নম্বর বুথে ঢুকে ইভিএমের ব্যালট ইউনিট ছিনিয়ে নেন তিনি। এরপর তা কেন্দ্রের বাইরে থাকা নৌকা প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে নিয়ে যান। যদিও পরে তা প্রিজাইডিং অফিসারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরীকে আটক করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো নুরুল ইসলাম।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদত্যাগ করবো: ইসি আলমগীর

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সজল দাশ বলেন, ওই প্যানেলটি নষ্ট ছিল। এই কেন্দ্রে প্রথম ইভিএমে ভোট হচ্ছে। তাই ভোটারদের দেখানোর জন্য বুথে রাখা হয়েছিল প্যানেলটি। প্যানেল বাইরে গেলো কীভাবে আমার জানা নেই। এটা বাইরে নিয়ে যাওয়া অপরাধ। বিষয়টি দেখছি আমি।

এদিকে অভিযুক্ত নির্মলেন্দু দে জানান, ভোটারদের দেখিয়ে দেওয়ার জন্য প্যানেলটি তিনি বাইরে এনেছিলেন। এটা নিয়ে লেখালেখি না করার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, জিজ্ঞাসাবাদের জন্য রতন চৌধুরীকে আটক করা হয়েছে।

ইভিএম ছিনিয়ে কেন্দ্রের বাইরে আনলেন যুবলীগ নেতা

এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের বাড়ি এলাকার দরবার দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল ভালো। তবে এ কেন্দ্রে ভোটাররা আঙ্গুলের ছাপ দিলেও গোপন কক্ষে ভোট দিতে দেখা গেছে নৌকার অনুসারীদের। এ কেন্দ্র দিনভর নিয়ন্ত্রণে ছিল নৌকার কেন্দ্র কমিটির আহ্বায়ক যুবলীগ নেতা শাহাদাত হোসেনের। দেখা যায়নি অপর দুই প্রার্থীর কোনো এজেন্টের।

আরও পড়ুন: আমাদের ইভিএম শুধু যোগ করতে পারে, অন্যকিছুর সুযোগ নেই

তবে মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভিন্ন চিত্র। এ কেন্দ্রে ভোটারদের বাড়ি থেকে ডেকে আনতে দেখা গেছে নৌকার অনুসারীদের। কেন্দ্রটি এক প্রকার দখলে রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন ও যুবলীগ নেতা মো. ইউছুপ চৌধুরী। একই চিত্র দেখা মিলে জ্যৈষ্ঠপুরা ইসলামিয়া হামিদিয়া মাদরাসা কেন্দ্রে।

উপজেলার অন্যান্য কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, সেখানে কোনো লাইন ছিল না ভোটারের। মাঝে দুয়েকজন করে এসে ভোট দিয়ে যান।

এ উপ-নির্বাচনে রেজাউল করিমের পাশাপাশি অপর দুই স্বতন্ত্র প্রার্থী হলেন শাহজাদা এস এম মিজানুর রহমান ও কাজী আয়েশা ফারজানা।

ইকবাল হোসেন/জেডএইচ/জেআইএম