ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুই শিশু হত্যার ফরেনসিক রিপোর্ট থানায়

প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৩ মার্চ ২০১৬

রাজধানীর রামপুরায় দুই শিশু হত্যার ঘটনার ফরেনসিক রিপোর্ট ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রামপুরা থানায় পৌঁছেছে। ঢামেক হাসপাতালের ফরেসনসিক বিভাগের অধ্যাপক প্রদীপ বিশ্বাস বিষয়টি জানিয়েছেন।

গত সোমবার দুই শিশুর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে তখন ইঙ্গিত দেয়া হয়েছিল বনশ্রীর একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে কেনা খাবার খেয়ে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। পরে দুই শিশুর মরদেহের ময়না তদন্তে হত্যার আলামত মেলে।

ফরেনসিক রিপোর্টেও দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে রিপোর্টটি থানায় পৌঁছেছে।

তবে এ রিপোর্ট থানায় পৌঁছানোর আগেই চাঞ্চল্যকর তথ্য দেয় র্যাব। এ বাহিনী জানায় দুই শিশুর মা মাহফুজা মালেক জেসমিন নিজেই খুন করেছেন সন্তানদের।

জেইউ/এনএফ/পিআর

আরও পড়ুন