ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান

প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৫ মার্চ ২০১৬

লাইসেন্সবিহীন ড্রাইভিং ও যানবাহন এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।  এ অভিযানের ২ ঘণ্টায় ৩৫ মামলা, ৩০ হাজার টাকা জরিমানা এবং সিএনজি ও বাসসহ মোট ৭টি পরিবহন ডাম্পিংয়ে পাঠানো হয়।  

শনিবার হাইকোর্টের সামনের প্রধান সড়কের দুই পার্শ্বে সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হওয়া এ অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বিআরটিএ-এর দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বশার এবং দেবাশীষ নাগ।

BRTA

অভিযান সম্পর্কে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবুল বশার জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া অভিযানে দুপুর দেড়টা পর্যন্ত মোট ৩৫টি গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

৪টি সিএনজি ও ৩টি বাস লাইসেন্স না থাকায় ডাম্পিংয়ে পাঠানো হয়। এছাড়া মোট দুই মোবাইল কোর্ট মিলে ২৯ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।

BRTA

বিআরটিএ-এর প্রসিকিউটর আলতাফ হোসেন জাগো নিউজকে জানান, ফিটনেসবিহীন পরিবহন, লাইসেন্স-এর মেয়াদোত্তীর্ণ কিংবা হালকা ও ভারি যানবাহনের লাইসেন্স নবায়ন না করা এবং মিটারবিহীন প্রাইভেট সিএনজির বিরুদ্ধে এ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

BRTA

এছাড়া চলন্ত পরিবহনে মোবাইলফোনে কথা না বলা, অতিরিক্ত যাত্রী না নেয়া, যানবাহনে ধূমপান না করতে অভিযানকালে যাত্রীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

জেইউ/এসএইচএস/এমএস