দুবাইয়ে সেপটিক ট্যাংকে ২ বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে লোকমান ও মান্নান নামে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মুহাম্মদ লোকমান ও পটিয়া উপজেলার মুহাম্মদ মান্নান।
জানা গেছে, দুবাইয়ের দেইরা আল কুয়াইতি মসজিদের সামনে নবনির্মিত ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে মোট ৮ জন নির্মাণশ্রমিক কাজ শুরু করেন। প্রথমে একজন শ্রমিক নিচে নামেন, কিন্তু তিনি আর ওপরে ওঠেননি। এরপর আরো একজন শ্রমিক নিচে নামেন। তিনিও ওপরে ওঠেননি। তাৎক্ষণিক অন্য শ্রমিকরা বিষয়টি পুলিশকে জানান।
তবে বাংলাদেশের দুবাই কনস্যুলেটের কর্মকর্তারা তাৎক্ষণিক বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
জেএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে