আজকের ধাঁধা : ০৬ মার্চ ২০১৬
ধাঁধা :
১. ‘ঘাসের ডগায় ভোরবেলা,
মুক্তা ঝকমক করে।
একটুখানি টোকা দিলে,
ঝরঝরিয়ে পড়ে।’
২. ‘ঘরের মধ্যে ঘর,
ঘরে ডুকে মর।’
৩. ‘ঘেউ ঘেউ করি না,
চুপচাপ দেই পাহারা।
শরীর ঠান্ডা যে রয়,
বলতে পারেন কারা?’
৪. ‘চলে অবিরাম
টিক টিক টিক,
কোনো কথাতেই
বলে ঠিক ঠিক।’
উত্তর :
১. শিশির
২. মশারি
৩. তালা
৪. ঘড়ি
এসইউ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে