ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়ন

প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৬ মার্চ ২০১৬

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ঘটছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখায় বাংলাদেশ প্রশংসিত হচ্ছে।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল শনিবার রাষ্ট্রপতির বাসভবনে সাক্ষাতকালে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে তারা দু’দেশের দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

জাতীয় সংসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রণব মুখার্জী আরো বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। তাই তার স্বল্পকালীন শাসন আমলে তিনি এ চুক্তি করতে পেরেছিলেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে ভারত ও বাংলাদেশের সীমানা চুক্তি বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, এই চুক্তি বাস্তবায়ন করতে পেরে ভারতও আনন্দিত।

এ সময় ভারতের রাষ্ট্রপতি লোকসভার আমন্ত্রণে ‘ভারতের মহিলা আইন প্রনেতাদের জাতীয় সম্মেলন’ -এ যোগ দেয়ার জন্য নয়াদিল্লী সফর করায় স্পিকারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র আন্তর্জাতিক মানে উন্নিত হয়েছে। এর ফলে দুইটি আন্তর্জাতিক পার্লামেন্টারি ফোরাম সিপিএ ও আইপিএ প্রধান বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে।

স্পিকার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে অনেক সৌহার্দপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন , ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে। এছাড়া দু-দেশের পার্লামেন্ট ও সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরো নিবিড় হবে। এর ফলে দু-দেশের জনগণ ও গণতন্ত্র উপকৃত হবে।

স্পিকার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। এ সকল বিষয়ে আলাপ আলোচনা অব্যাহত রয়েছে এবং সহসাই এসব সহযোগিতার দ্বার উম্মুক্ত হবে।

বাংলাদেশের  মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করে স্পিকার বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক এবং ক্রমান্বয়ে এটা আরো সম্প্রসারিত হচ্ছে।

এইচএস/জেএইচ/এমএস