ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কাফরুলে নারীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:০৭ এএম, ০৬ মার্চ ২০১৬

রাজধানীর কাফরুলে এক বয়স্ক নারীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার  সকালে বিআরটিএ কার্যালয়ের পাশে ন্যাম গার্ডেনের একটি বাড়ির নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, হাত-পা বাধা অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো জানা  যায় নি।
 
তবে যে স্থানে মরদেহটি উদ্ধার করা হয়েছে তার সংলগ্ন বাড়িটির ছাদ থেকেই ওই নারীকে ফেলে দেয়া হয়েছে বলে  ধারণা করছে পুলিশ।
 
এআর/এমএমজেড/এমএস