ঈদ ঘিরে বিমানবন্দরে বিশেষ অভিযানে দেড় কোটি টাকার পণ্য জব্দ
পবিত্র ইদুল ফিতর ঘিরে চোরাচালান প্রতিরোধে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকার পণ্য জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১২ এপ্রিল) দিনভর বিশেষ অভিযানে ৯৭৩ গ্রাম সোনা, ১০৪টি মোবাইল ফোন, ৫০ কার্টন সিগারেট, ৩৫ কেজি বিউটি ক্রিম, ২টি ল্যাপটপ ও ৬০০ গ্রাম লিকার জব্দ করা হয়েছে।

রাতে এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি জানান, যাত্রী ইসমাইল হোসেন, জাকের উল্লাহ, নজরুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, আব্দুল্লাহ আল ফারুক, জাহিদুল ইসলাম নয়ন, মোহাম্মদ হোসেন, হেলাল উদ্দিন, আবু সুফিয়ান, মোহাম্মদ হাসান মাহমুদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আয়াত উল্লাহ ও মো. আমরান হোসেনের কাছ থেকে অবৈধভাবে আনা এসব সামগ্রী জব্দ করা হয়। এই যাত্রীরা দুবাই, সৌদি আরব এবং ওমান থেকে এসেছিলেন।

তিনি জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করে নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়।

জিয়াউল হক আরও জানান, ঈদ উপলক্ষে একটি চক্র সক্রিয় হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে এপিবিএন বিমানবন্দরে অভিযান চলমান রাখবে। ঈদের আগে কোনো চক্র যেন অবৈধ সুবিধা নিতে না পারে সেজন্য আমাদের কার্যক্রম আরও বেশি জোরদার করা হয়েছে।

তিনি জানান, জব্দকৃত সামগ্রীর বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এসব সামগ্রী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিটি/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত