ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ব্যয় বেশি কন্যার, সৌভাগ্যের দ্বার খুলবে সিংহের

প্রকাশিত: ০২:৩৮ এএম, ০৮ মার্চ ২০১৬

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। মামলা-মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধনসম্পদ-সম্পত্তি তথা সম্ভাব্য ক্ষেত্রে বুকের ধন বুকে ফিরে আসবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় মীমাংসা হয়ে পড়ায় আটকে থাকা বিল পাস তথা পাওনা টাকা আদায়ের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)
একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ সব মিলিয়ে মন অতিশয় জীর্ণতার দিকে ধাবিত হবে। সময়মতো শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাদি দিতে না পারায় কল-কারখানার উৎপাদন ব্যাহত হবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
আপনার জীবনের উপহার থাকবে এক নতুন সম্ভাবনাময় দিন। হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হওয়ায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দুর্যোগের মেঘ সরে গিয়ে সৌভাগ্যের দ্বার খুলে যাবে। পরিবার-পরিজন নিয়ে দিনটি ব্যস্ততার মধ্যদিয়ে কাটলেও মৌজমস্তির কমতি থাকবে না। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনাসামগ্রীতে পরিপূর্ণ হয়ে থাকবে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়তে পারে। ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গের কলহ-বিবাদের কারণে ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। তবে অবশেষে তা আপনারই পক্ষে আসবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মক্ষেত্রে সহকর্মী, ব্যবসা-বাণিজ্যে অংশীদার ও জীবনসাথীর সঙ্গে কারণে অকারণে কলহ-বিবাদের সৃষ্টি হওয়ায় মন অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইন্টারনেট, প্রেম প্রসঙ্গসহ অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
হারানো পিতৃমাতৃ ধনসম্পদ-সম্পত্তি, ব্যবসা ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাওয়ায় দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ড হয়ে থাকবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
রাগ, জেদ, অহংকার বর্জনের সঙ্গে ব্যয় সংকোচন করতে পারলে সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন। বিনিয়োগ, ভ্রমণ, বন্ধুত্ব, শ্রম হবে কিন্তু ফল হবে না। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে অর্থনৈতিক দুর্ভাবনায় পড়তে হবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। অবশ্য সংকটকালে বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন ও জীবনসাথী পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে ধরায় সব প্রতিকূলতা সহজে কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাওয়ায় নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিদেশগমনেচ্ছুদের বিদেশগমনের পথে কোনো বাধা এসে হাজির হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা সমানতালে প্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা তারা কোনো না কোনোভাবে পুরস্কৃত হবে।

আরএস/পিআর