স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লায়ন্স সদস্যদের ভূমিকা রাখতে হবে
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বের নিকট বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি এই ডিজিটাল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে কল্যাণকামী, উন্নত-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নিরলস কাজ করে চলেছেন।
শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত ‘২৮তম বার্ষিক ডিসট্রিক্ট কনভেনশন-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
এসময় তিনি স্মার্ট সিটিজেন হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লায়ন্স ক্লাবের সদস্যদের ভূমিকা রাখা আহ্বান জানান।
লায়ন্স ইন্টারন্যাশনালের ২০২২-২৩ বর্ষের ডিসট্রিক্ট গভর্নর মো. আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ কবির হোসেন, মোসলেম আলী খান বক্তব্য রাখেন। এছাড়াও অতিথি হিসেবে গ্যাট এরিয়া লিডার নাজমুল হক, ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, এ কে এম রেজাউল হক এবং এম এ হাসান বক্তব্য প্রদান করেন। আয়োজিত কনভেনশনের চেয়ারপারসন হিসেবে সৈয়দ শাহ নাজমুল হক স্বাগত বক্তব্য দেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এসডিজির সফল বাস্তবায়নে সবার জন্য সুযোগের সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিকল্প নেই। নারী অধিকার, নারী কর্মসংস্থান এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় এদেশের প্রশংসনীয় অগ্রগতি হয়েছে। তাই এই ক্লাবে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, করোনা অতিমারিতে আর্তমানবতার সেবায় এই ক্লাব যেভাবে আত্মনিয়োগ করেছে, তা প্রশংসনীয়। এসময় তিনি এই ক্লাবের মাধ্যমে দরিদ্রদের বিভিন্ন অনুদান প্রদান, শিক্ষাসামগ্রী বিতরণ, বিনামূল্যে চক্ষুসেবা দান ইত্যাদি ভবিষ্যতে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন ডিসট্রিক্টের বর্তমান ও সাবেক গভর্নর, কনভেনশন কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এইচএস/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ আল আমিনের জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ, ৩ নারী গ্রেফতার
- ২ তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষক কারাগারে
- ৩ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ৪ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৫ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১