নারায়ণগঞ্জে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬ জন
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়ায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড নামে একটি স্টিল মিলের বয়লার বিস্ফোরণে একজন নিহত এবং দগ্ধ হয়েছেন ছয়জন।
দগ্ধরা হলেন মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. ইলিয়াস (৩৫), মো. জুয়েল (৩৫), নিয়ন (২০) ও মো. আলমগীর (৩৩)। নিহত ব্যক্তির নাম শংকর (৪০)।
বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তাদের নিয়ে আসা সুপারভাইজার হারুন অর রশিদ জানান, রূপগঞ্জে গাউছিয়ার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে বয়লার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছয়জনকে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, একটি কারখানা থেকে সাতজন দগ্ধ হয়ে এসেছে। তাদের মধ্যে শংকর নামে একজন মারা গেছেন। ৬ জনকে ভর্তি দেওয়া হয়েছে।
তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. আইউব হোসেন।
কাজী আল আমীন/এমএইচআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ অপারেশন ডেভিল হান্টে আরও ৫১০ জন গ্রেফতার, উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র
- ২ ‘হাদি হত্যার বিচার যেন সিরাজ শিকদারের মতো ঝুলে না যায়’
- ৩ রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ ৮ দাবি আদায় না হলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধের হুঁশিয়ারি
- ৫ বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় ৬০০ জনের নামে মামলা, গ্রেফতার ৪৫