ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

পুষ্টি সচেতনতায় তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১০ মে ২০২৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মানবসম্পদ উন্নয়ন ব্যতীত কোনো জাতি উন্নত হতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় মানবসম্পদ উন্নয়ন অপরিহার্য। কিন্তু অপুষ্টি যে কোনো দেশের মানব সম্পদ উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্য পুষ্টি সচেতনতা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

বুধবার (১০ মে) রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক সমকাল পত্রিকার সভাকক্ষে রাইট টু গ্রো ও কিংডম অফ নেদারল্যান্ডসের সহযোগিতায় শিশুর অপুষ্টি দূরীকরণে স্থানীয় সরকারের (ইউ পি) বাজেট যেমন চাই শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা ব্যতীত দেশের উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে সবাইকে একসঙ্গে পুষ্টি সচেতনতাকে সামাজিক আন্দোলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার শক্তিশালী না হলে জাতির পিতার স্বপ্ন পূরণ হবে না। প্রান্তিক মানুষের ক্ষমতায়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরও জোরদার ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুষ্টি, সুস্বাস্থ্য, স্যানিটেশন ও সামাজিক সুরক্ষা বজায় রাখতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আরও কার্যকরী ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

এতে আও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের মহাপরিচালক হাসান শাহরিয়ার কবির, দৈনিক সমকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ, নেদারল্যান্ড অ্যাম্বাসির সিনিয়র পলিসি এডভাইজার ওসমান হারুনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল নিউট্রিশন অ্যান্ড ফুড সিকিউরিটি বিভাগের অধ্যাপক নাজমা শাহীন, ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ রিয়াজ, দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদারসহ অনেকে।

আইএইচআর/এমআইএইচএস/জিকেএস