ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৮ ডিসেম্বর ২০১৪

মঙ্গলবার জাতিসংঘ ঘোষিত আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস। ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’- এই প্রতিপাদ্য নিয়ে প্রতিবছরের মতো টিআইবি বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এ বছর দিবসটি উদযাপন করছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন, অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান ও আলোচনাসভা, কার্টুন প্রদর্শনী ও মানববন্ধন উল্লেখযোগ্য।

দিবস উদযাপনের অংশ হিসেবে টিআইবি সোমবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মুখে এক মানববন্ধনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ। অন্যান্যের মধ্যে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের উপস্থিত ছিলেন।

মানববন্ধনে টিআইবির অনুপ্রেরণায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্য এবং সমমনা সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

অধ্যাপক নাসরিন আহমাদ বলেন,‌ ‌‌ ছোট ছোট দুর্নীতি থেকেই বড় বড় দুর্নীতির সুযোগ তৈরি হয়। সে জন্য দুর্নীতির বিরুদ্ধে আমাদের বিবেককে জাগ্রত করতেই হবে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আমাদের তরুণ সমাজ। একজন তরুণ যদি সৎ হয় এবং সৎ হওয়ার চেষ্টা করে তবেই সে অন্য একজনকে সৎ হওয়ার আহ্বান জানাতে পারে।

তিনি মানববন্ধনে অংশগ্রহণকারীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করিয়ে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ দুর্নীতিবিরোধী সনদ বাস্তবায়নে ইতোমধ্যেই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সুশীল সমাজ এবং সাধারণ জনগণের দুর্নীতিবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে তাদের কথা বলা ও কাজ করার সুযোগকে সংকুচিত না করে বরং বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি করতে হবে।

তিনি ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসকে সরকারিভাবে পালনে এবং স্বীকৃতি প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর সক্রিয় উদ্যোগের আহ্বান জানান।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে গত ১ ডিসেম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের সাথে অনুষ্ঠিত ৫ম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের শুরুতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টিআইবির “দুর্নীতিকে না বলুন” ক্যাম্পেইনের সাথে সংহতি প্রকাশ করে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের অংশ হিসেবে  মঙ্গলবার, সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিস্থ দৃক গ্যালারিতে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৪ বিতরণ এবং ‘বাংলাদেশে সাংবাদিকতার সাম্প্রতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।

একইদিন বিকেল ৪টায় একই স্থানে অনুষ্ঠিত হবে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০১৪ এর বিজয়ী কার্টুনিস্টদের পুরস্কার প্রদান ও সপ্তাহব্যাপি কার্টুন প্রদর্শনী’র উদ্বোধন।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মাননীয় রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল এবং ডেনমার্কের মাননীয় রাষ্ট্রদূত মিসেস হ্যানে ফুগ্ল এসকেয়ার।

উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল।