ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

গাজীপুর সিটি নির্বাচন

বক্তব্য দিয়ে ত্রাস ছড়িয়ে প্রার্থিতা হারালেন আজিজুর

জ্যেষ্ঠ প্রতিবেদক | গাজীপুর | প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৪ মে ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবো না’- এমন বক্তব্য দিয়ে ত্রাস ও ভীতি প্রদর্শন করায় তার প্রার্থিতা বাতিল করলো ইসি।

বুধবার (২৪ মে) ভোটের আগের দিন নির্বাচন কমিশনে শুনানি নেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: নগরজুড়ে জল্পনা কে হচ্ছেন তৃতীয় মেয়র 

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তা স্বীকার করার পরিপ্রেক্ষিতে লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে কমিশন।

আজিজুর রহমান গত সোমবার সন্ধ্যা ৭টায় পুবাইল এলাকার কলের বাজারে মিছিল ও জনসভা করেন। ওই জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ বলে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে এ বিষয়ে রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন।

jagonews24

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন করে গাজীপুরবাসীকে দেখিয়ে দিতে চাই 

বেআইনি মিছিল, জনসভা ও ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৯১ এবং সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এর বিধি ৩১ ও ৩২ এর পরিপন্থি। তদন্ত প্রতিবেদনে বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ প্রার্থীকে তলব করা হয়।

আরও পড়ুন: রাত পোহালেই ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম 

ইসি সচিব জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে চার নির্বাচন কমিশনারের সামনে ব্যাখ্যা দেওয়ার পর প্রার্থী ক্ষমা প্রার্থনা করলেও তা গৃহীত হয়নি। পরে কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করে। ফলে ইভিএমের ভোটের ব্যালটে আর ওই প্রার্থীর প্রতীক থাকবে না।

এইচএস/কেএসআর/জিকেএস