গাজীপুরে পোশাক কারখানায় ফাটল, ছুটি ঘোষণা
গাজীপুর মহানগরের হাজীরপুকুর এলাকার একটি বহুতল পোশাক কারখানা ভবনে ফাটল আতঙ্কে সোমবার শ্রমিকরা কারখানা ত্যাগ করেছেন। এ ঘটনায় কর্তৃপক্ষ কারখানা দুদিনের ছুটি ঘোষণা করেছেন।
কারখানার নিরাপত্তাকর্মী এনামুল হক জানান, সকাল ১১টার দিকে হাজীরপুকুর এলাকার রাতুল এপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার তৃতীয়তলার ফ্লোরের কয়েকটি টাইলস ফেটে গেলে কারখানার পাঁচটি ফ্লোরের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত কারখানা এলাকা ত্যাগ করেন। শিল্প পুলিশের এএসপি আব্দুল হামিদ বলেন, ‘এটা আতঙ্কিত হওয়ার মতো কোনো ফাটল না।’