ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এমপি রিমনের বিরুদ্ধে মামলা করবে ইসি

প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১০ মার্চ ২০১৬

বরগুনা-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ ছাড়া পাবনা-২ আসনের সরকারদলীয় এমপি আজিজুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।

ইউপিন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিষয়ে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বরগুনার সংসদ সদস্যের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকায় কমিশন তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া পাবনা-২ আসনের সরকারদলীয় এমপি আজিজুল হকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে। তিনি এলাকায় অবস্থান করে নির্বাচনকে প্রভাবিত করছেন। সে জন্য কমিশন তাকে কারণ দর্শাতে বলেছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, এমপিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না এবং সরকারি কোনো প্রকল্প উদ্বোধন করতে পারবেন না। কিন্তু বরগুনার এমপি হাচানুর রহমান তফসিল ঘোষণার পর এলাকায় একটি বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেন।

পৌরসভা নির্বাচনেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন হাচানুর রহমানকে দুবার সতর্ক করেছিল। বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর পক্ষে মনোনয়নের প্রত্যয়নপত্র হেলিকপ্টারে নিয়ে গিয়েছিলেন সাংসদ শওকত হাচানুর। সে সময় তার এমন কর্মকাণ্ড বেআইনি বলে অভিযোগ উঠেছিল।

এইচএস/বিএ