সবার সহযোগিতা নিয়ে নগরীর উন্নয়নে কাজ করবো: মেয়র জায়েদা খাতুন

গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে নগরীর উন্নয়নে কাজ করবো।
তিনি বলেন, সবার সঙ্গে মিলেমিশে, সহযোগিতা নিয়ে উন্নয়েনের কাজ করবো। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সঙ্গে থাকবে।
রোববার (২৮ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জায়েদা খাতুন সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে ছেলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সামাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআইএইচএস/জিকেএস