ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কল্যাণপুরে দুই অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১১ মার্চ ২০১৬

রাজধানীর কল্যাণপুরের ৩ নং রোড এলাকা থেকে একটি জাপানি নতুন অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার দুপুরে কল্যাণপুরের ৩ নং রোডের দ্বীন কাজী স্কুলের পাশে অস্ত্র কেনা বেচার সময় তাদের আটক করা হয় বলে দাবি করেছে র‌্যাব-২।

আটকরা হলেন, জাহাঙ্গীর আলম ও নূর হোসেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের র‌্যাব-২ এর কার্যালয়ে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর মেজর আতাউর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন থেকে কয়েকজন অস্ত্র ব্যবসায়ী নিজেরা অস্ত্র বিক্রি ও আমদানি করছে। পাশাপাশি প্রয়োজনে নিজেরাও অস্ত্র ব্যবহার করে।

শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কল্যাণপুরে অস্ত্র কেনাবেচা হবে। এ খবরে র‌্যাব-২ ব্যাটালিয়নের একটি অপারেশন দল অবস্থান নেয়।

দুপুরে অস্ত্র বেচাকেনার সময় ৭/৬৫ মিমি একটি জাপানি নতুন অস্ত্রসহ জাহাঙ্গীর আলম ও নূর হোসেন নামে দুজনকে আটক করা হয়। পরে দ্বীন কাজী স্কুলের পাশেই তাদের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। তবে সেখানে কিছু পাওয়া যায়নি।

তিনি আরো জানান, আটকদের র‌্যাব-২ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আরো অস্ত্র ও তাদের আর কোনো সহযোগী রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে।

জেইউ/এসকেডি/এমএস