ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজকের ধাঁধা : ১২ মার্চ ২০১৬

প্রকাশিত: ০৫:০২ এএম, ১২ মার্চ ২০১৬

ধাঁধা :
১. ‘তিন বর্ণে নাম তার
     পকেটেতে রয়,
     পেট কাটলে সে যে
     আইন হয়ে যায়।’

২. ‘তিন বর্ণে নাম তার
     থাকে নারীর সাথে,
     পেট কাটলে মিষ্টি ফল
     হয় সাথে সাথে।’

৩. ‘তিন বর্ণে নাম তার
     সব লোকে খায়,
     মাঝের বর্ণ ছেড়ে দিলে
     ঘরে চলে যায়।’

৪. ‘তিন বর্ণে নাম তার
     খেলার মাঠে পাবে,
     প্রথমটা ছেড়ে দিলে
     দেশের নাম হবে।’

উত্তর :
১. রুমাল
২. আলতা
৩. বাতাসা
৪. শচীন

এসইউ/এমএস