ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফেব্রুয়ারির কাজের মূল্যায়নে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ মিরপুর

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১২ মার্চ ২০১৬

ফেব্রুয়ারির কাজের মূল্যায়ন হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ বিভাগের খেতাব পেয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ সহকারী কমিশনার (এসি) হয়েছেন এই বিভাগের সিনিয়র এসি কাজী মাহবুব আলম ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন শাহবাগ থানার ওসি আবুবকর সিদ্দিক।

ফেব্রুয়ারির কাজের মূল্যায়ন শেষে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অপরাধ সভায় এ ঘোষণা দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

গেল মাসের ঘটে যাওয়া অপরাধ নিয়ে ডিএমপির ৪৯টি থানার ওসি ও ওসি তদন্ত, ডিসি, এসিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কয়েকটি ক্যাটাগরিতে ডিএমপিতে কর্মরত কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত কমিশনার পর্যন্ত মোট ৬৩ জনকে এ সভায় পুরস্কৃতও করা হয়।

পুরস্কৃতদের মধ্যে দারুস সালাম থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফারুকুল আলমকে শ্রেষ্ঠ ওসি তদন্ত, শেরেবাংলা নগর থানার পরিদর্শক (ওসি অপারেশন) আবুল কালাম আজাদকে শ্রেষ্ঠ ওসি অপারেশনের পুরস্কার দেয়া হয়।

এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশের মধ্যে ডিবি দক্ষিণ বিভাগকে শ্রেষ্ঠ বিভাগ, দক্ষিণের সহকারী কমিশনার (এসি) আরাফাত রহমানকে শ্রেষ্ঠ এসি, ট্রাফিকের মধ্যে দক্ষিণ ট্রাফিক বিভাগকে শ্রেষ্ঠ বিভাগ এবং কোতোয়ালী জোনের ট্রাফিকের সহকারী কমিশনার (এসি) ফাতেমাকে শ্রেষ্ঠ এসি হিসেবে পুরস্কার দেয়া হয়।

সভা শেষে বিকেল ৪টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার বরাতে সাংবাদিকদের বলেন, ভালো কাজের স্বীকৃত স্বরুপ এবং ভালো কাজে উৎসাহিত করতে এসব পুরস্কার দেয়া হয়।

জেইউ/এনএফ/আরআইপি