ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৮ জুন ২০২৩

রাজধানীর মহাখালী এলাকায় পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাকু, ক্ষুর, হাতঘড়ি, মোবাইলফোন, সিমকার্ডসহ নগদ অর্থ জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন-মো. শাকিল ইসলাম (২০), মো. সুজন (২০), মো. আকরাম হোসেন (১৯), মো. সোহেল (২০), মো. আকাশ মিয়া (২০), মো. মামুন (২১), মো. রনি (১৯)।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে এ তথ্য জানান র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।

তিনি জানান, বুধবার (৭ জুন) রাতে র‌্যাব-১ এর একটি দল ঢাকার বনানী থানাধীন মহাখালী এয়ারপোর্ট রোড বীর উত্তম জিয়াউর রহমান সড়কে হামদার্দ ল্যাবরেটরিজ লিমিটেডের সামনে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের প্রধান মো. শাকিল ইসলামসহ সুজন, আকরাম হোসেন, সোহেলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চাকু, একটি করে ক্ষুর, হাতঘড়ি, মোবাইলফোন, সিম কার্ড এবং নগদ এক হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

jagonews24

অন্য এক অভিযানের বিষয়ে তিনি বলেন, র‌্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার সকালে মহাখালী বীর উত্তম এ কে খন্দকার সড়কের অপূর্ব জল খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে আকাশ মিয়া, মামুন, রনি নামের তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি ক্ষুর জব্দ করা হয়।

গ্রেফতারের পর ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরএসএম/এমআইএইচএস/জেআইএম