ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হাসপাতালে চাষী নজরুল ইসলাম

প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন গুণী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। তাকে রোববার রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন সংকটাপন্ন। ল্যাব এইড হাসাপাতালে প্রফেসর ডা. সৈয়দ আকরামের চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন এই নন্দিত নির্মাতা।

চাষী নজরুল ইসলামের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, রোববার রাতে হঠাৎ করে পেটের ব্যথা বেড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এখন সংকটাপন্ন। তার সারা শরীরে ইনফেকশান ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।