ড. তুহিন মালিকের বিরুদ্ধে ৩ মামলা
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিকের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে ছাত্রলীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী মামলা তিনটি দায়ের করেন। দুই মামলায় বাদীর শুনানির পর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রাষ্ট্রের অনুমতি নিয়ে মামলাগুলো এজহার হিসেবে গন্য করতে আদেশ দেন আদালত। বাদীপক্ষকে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হাসান।
মানহানির অভিযোগে দায়েরকৃত মামলাটির শুনানি দুপুরের হবার সম্ভাবনা রয়েছে। ড. তুহিন মালিকের বিরুদ্ধে মানহানির অভিযোগে একটি, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একটি মোট পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
এ সময়আদালতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল,অর্থ সম্পাদক আশিকুল ইসলাম ও ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নুরে আলম।
সর্বশেষ - জাতীয়
- ১ এ কে খন্দকারের জানাজা রোববার, অংশ নেবেন প্রধান উপদেষ্টা
- ২ ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১০
- ৩ ওসমান হাদির জানাজা-দাফন শৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা
- ৪ এ কে খন্দকারের মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার শোক
- ৫ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৫৮