ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজকের ধাঁধা : ১৪ মার্চ ২০১৬

প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৪ মার্চ ২০১৬

ধাঁধা :
১. ‘ভরা হলে সমৃদ্ধি,
    ছোড়া হলে ভয় বৃদ্ধি।’

২. ‘ভেবে-চিন্তে বলো তো ভাই,
     কোন গ্রামে মানুষ নাই।’

৩. ‘বহন করে মানুষটা,
     অতি ক্ষুদ্র জন্তুটা।’

৪. ‘ভাষা আছে কথা আছে,
     সাড়া-শব্দ নাই।
     প্রাণির কাছেতে আছে,
     তবু নিজের প্রাণ নাই।’

উত্তর :
১. গোলা
২. টেলিগ্রাম
৩. খড়ম
৪. বই

এসইউ/এমএস