বিষদাঁত ভাঙতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেলো ওঝার
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিষদাঁত ভাঙতে গিয়ে সাপের কামড়ে আলী আকবর সরদার (৫০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওঝা আলী আকবর সরদার কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ রমজানপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ওঝা আলী আকবর সরদার পাঁচ-ছয়টি সাপ পুষতেন। সাপগুলো দিয়ে তিনি গ্রামে ঘুরে খেলা দেখাতেন।
শুক্রবার দুপুরে নিজ বাড়িতে বসেই একটি সাপের বিষদাঁত ভাঙতে যান। এ সময় সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম হোসেন জাগো নিউজকে বলেন, একজন ওঝা সাপের কামড়ে মারা যাওয়ার খবর শুনেছি।
আয়শা সিদ্দিকা আকাশী/এসজে