আতিউরের পদত্যাগে কেঁদেছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের সদ্য সাবেক গভর্নর ড. আতিউর রহমান জানিয়েছেন, তার পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেঁদেছেন। মঙ্গলবার বিকেলে গুলশানের সরকারি বাসভবন গর্ভনর হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- আপনার এ পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ। যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশেও এরকম দৃষ্টান্ত নেই। আমার পদত্যাগপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী মর্মাহত হয়েছেন, কেঁদেছেন।
তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর নীতিতে বিশ্বাস করি। তাঁকে শ্রদ্ধা করি। তাঁর নির্দেশিত পথে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সাতটি বছর সর্বক্ষণ গাইড করেছেন, প্রটেক্ট করেছেন, প্রতিটি সংকটে তিনি আমার পাশে ছিলেন। বাংলাদেশ ব্যাংক কোথা থেকে কোথায় এসেছে তা আপনারা সবাই জানেন। প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিলো না।
তিনি বলেন, আমি চাই না রিজার্ভের চুরির ঘটনা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হোক। তাই বিতর্ক এড়াতে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক আমার সন্তানের মত এটি তিলে তিলে ২৮ বিলিয়ন ডলার রির্জাভ গড়ে তুলেছি। আমার অবহেলায় চুরি হয়ে যাবে সেটা বিশ্বাস করতেও আমার কষ্ট হয়।
এসআই/এসএইচএস/আরআইপি