ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রিজার্ভ লুটের মামলার তদন্ত করবে সিআইডি

প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৫ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের ঘটনায় মতিঝিল থানায় মানি লন্ডারিং এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে দায়ের করা মামলা সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। মামলাটি দায়েরের পরেই সিআইডিতে স্থানান্তর করা হয়।

এর আগে মঙ্গলবার আড়াইটার দিকে মতিঝিল থানায় বাদী হয়ে মামলাটি করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা। মামলা নং ১০।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জাগো নিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মানি লন্ডারিং এর ৪ ধারা এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা। দায়েরের পরেই মামলাটি সিআইডিতে পাঠানো হয়।

একই তথ্য নিশ্চিত করেছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর অরগানইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী। তিনি জাগো নিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের ঘটনায় দায়ের করা মামলাটি সিআইডি তদন্ত করবে। সিআইডির অরগানাইজড ক্রাইম ইউনিট এ মামলা তদন্ত করবে। তবে এখনো তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়নি বলেও জানান তিনি।

জেইউ/এসকেডি/এবিএস