অন্যরকম দিন কাটালেন আতিউর
বাংলাদেশ ব্যাংকে নিজের দফতরে থাকা ব্যক্তিগত জরুরি কাগজপত্র পৌঁছে দেয়া হয়েছে সদ্য বিদায়ী গভর্নর ড. আতিউর রহমানের বাসায়। বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের দু`জন কর্মকর্তা সাবেক এ গভর্নরের বাসায় এসব পৌঁছে দেন। এর মধ্যে ব্যক্তিগত বই, ছবি, পাসপোর্ট এবং কাগজ পত্র রয়েছে। অন্যদিকে, পেশাগত ব্যস্ততা না থাকায় দিনটি (বুধবার) যেন অন্যরকমভাবেই কেটে গেল তার। তবে তিনি স্বাভাবিক ও মানসিকভাবে দৃঢ় রয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, পদত্যাগের পরের দিন (বুধবার) সারাদিন বাসা থেকে বের হননি তিনি। যাননি কোনো সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক কাজেও। তবে সকালে ঘুম থেকে ওঠে কিছুক্ষণ পড়াশোনা করেন। অন্যদিন যেখানে অফিসের কাজে বের হতে হয়, বুধবার তা না থাকায় বই পড়তে বসেন তিনি। এছাড়া প্রস্তুতি নিতে শুরু করেছেন শিক্ষকতারও।
সূত্র বলছে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে তার শুভাকাঙ্ক্ষীরা বাসায় আসতে থাকেন। তারা সান্তনা দেয়ার চেষ্টা করেন। তবে গভর্নর উল্টো তাদের বলেন, আমি ঠিক আছি, ভেঙে পড়ব কেন।
গভর্নরের সঙ্গে দেখা করেছেন এমন একজন বলেন, তাকে (ড. আতিউর রহমান) বিচলিত দেখায়নি। স্বাভাবিক দেখা গেছে। তবে তার স্ত্রী এবং কানাডা প্রবাসী মেয়েরা কিছুটা বিচলিত।
সূত্র আরো জানায়, শিগগিরই সরকারি বাসভবন ছেড়ে দেবেন আতিউর রহমান। এ জন্য তার ব্যক্তিগত ফ্লাটের কাজ শুরু করা হবে। সেটি প্রস্তুত হলেই ছেড়ে যাবেন গভর্নর হাউস। এছাড়া পদাধিকারের কারণে ব্যবহার করা লাল পাসপোর্ট ফেরত দেবেন। নতুন পাসপোর্ট করতেও একজনের সহযোগিতা চেয়েছেন তিনি।
এর আগে গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ধামাপাচার অভিযোগে নৈতিক দায়িত্ব নিয়ে তিনি গভর্নরের পদ থেকে সড়ে দাঁড়ান।
এসএ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আদালতে দায়িত্ব পালন শেষে হঠাৎ অসুস্থ হয়ে কনস্টেবলের মৃত্যু
- ২ পোস্টাল ভোটে প্রবাসীদের নিবন্ধন বেড়ে ৪ লাখ ৬৭ হাজার
- ৩ প্রার্থীদের অস্ত্র রাখতে প্রয়োজনে আচরণবিধি সংশোধন হবে: ইসি
- ৪ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির
- ৫ বড়দিন ও থার্টিফার্স্ট নাইট ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা