আন্তর্জাতিক গণমাধ্যমে আতিউর রহমানের পদত্যাগ
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮শ কোটি টাকা চুরির ঘটনায় গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছেন ড. আতিউর রহমান। মঙ্গলবার বিকেলে গুলশানে তার সরকারি বাসভবন ‘গর্ভনর হাউজ’-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির এ ঘটনা দেশের ব্যাংক ব্যবস্থাপনার ভিত নাড়িয়ে দিয়েছে। হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার শ্রীলঙ্কা ও ফিলিপাইনে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে। বাংলাদেশের ইতিহাসে ব্যাংকের বড় ধরনের সাইবার হামলার ঘটনা এটিই প্রথম। গভর্নরের পদত্যাগের পর বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোও বেশ গুরুত্ব সহ সংবাদ পরিবেশন করেছে।
ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে বাংলাদেশের ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরি যাওয়ার জেরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মঙ্গলবার পদত্যাগ করেছেন। ফিলিপাইনের একটি ক্যাসিনোতে ওই অর্থ থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার চলে যায়।
অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম এসবিএস `সাইবার হামলায় ১০৮ মিলিয়ন মার্কিন ডলার চুরি যাওয়ার পর বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ` শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০৮ মিলিয়ন মার্কিন ডলার চুরি যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে ফিলিপাইনের ক্যাসিনোতে ওই অর্থ থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার যাওয়ার কথা বলা হলেও অস্ট্রেলিয়ার এই সংবাদ মাধ্যমটি বলছে, ফিলিপাইনে জুয়াড়িদের হাতে ৪০ মিলিয়ন ডলার চলে গেছে। এছাড়া এই অর্থের বড় একটি অংশ চলে গেছে ফিলিপাইনের অন্তত দুটি ক্যাসিনোতে।
`নৈতিক দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ` শিরোনামে মালয়েশিয়ার জাতীয় দৈনিক মালয়েশিয়া সান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মঙ্গলবার সকালে বলেছেন, নিউ ইয়র্ক ফেডারেল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি যাওয়ার ঘটনায় নৈতিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রহমান তার বক্তব্য তুলে ধরেন।
ডেইলি মেইল টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা রিজার্ভের ১০১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরি করায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অনলাইনের ইতিহাসে এই অর্থ চুরির ঘটনা সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি। আতিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।
এসআইএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ কোরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে, আশা ড. ইউনূসের
- ২ একদিনে ৪০ হাজার বাইক ও গাড়ি তল্লাশি, বন্দুক-গুলি উদ্ধার
- ৩ আদালতে দায়িত্ব পালন শেষে হঠাৎ অসুস্থ হয়ে কনস্টেবলের মৃত্যু
- ৪ পোস্টাল ভোটে প্রবাসীদের নিবন্ধন বেড়ে ৪ লাখ ৬৭ হাজার
- ৫ প্রার্থীদের অস্ত্র রাখতে প্রয়োজনে আচরণবিধি সংশোধন হবে: ইসি