পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর বংশালে নাজমা এন্টারপ্রাইজ নামের এক পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। মো. রাজিব (২৭) নামের ওই যুবক পলিথিন কারখানায় কাজ করতেন।
মঙ্গলবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
রাজিবের সহকর্মী শরিফুল ইসলাম জানান, বংশালে নাজমা এন্টারপ্রাইজ নামের পলিথিন কারখানায় পলিথিন গলানোর সময় বিদ্যুৎ চলে যায়। ওইসময় রাজিব পলিথিন গলানোর মেশিন পরিষ্কার করছিলেন। কিছু সময় পরে বিদ্যুৎ আসলে রাজিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
নিহত রাজিব শরীয়তপুর জেলার ডামুড্যা থানার নামাকান্দি গ্রামে জাকির হোসেনের সন্তান। কর্মসূত্রে রাজধানীর বংশালের সিক্কাটুলি মিরন বললা মুসলিম কোয়ার্টারে থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তবে রাজিবের সহকর্মীরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ ঢামেকের মর্গ থেকে নিয়ে যান।
কাজী আল-আমিন/কেএসআর