সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি
সিলেটের তারুন্যের সমাবেশ, ৯ জুলাই
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে তারুণ্যের সমাবেশ করতে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ডিএমপির কার্যালয় থেকে বের হয়ে যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে ডিএমপির কার্যালয়ে তারুণ্যের সমাবেশ করার বিষয়ে অনুমতি নিতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২২ জুলাই) তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দলটির।
আরও পড়ুন>>সিলেটে ‘তারুণ্যের সমাবেশ’ শুরু, মঞ্চে মির্জা ফখরুল
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করতে ডিএমপি মৌখিক অনুমতি দিয়েছে। তিনি জানান, বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচি তারুণ্যের সমাবেশ সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হবে। তিনি বিভাগীয় শহরগুলোর মতো রাজধানীতেও প্রশাসন সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সুলতান সালাউদ্দিন টুকু ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
কেএইচ/এসএনআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
- ২ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ৩ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৪ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি