সিলেটে ‘তারুণ্যের সমাবেশ’ শুরু, মঞ্চে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৯ জুলাই ২০২৩

সিলেটে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে।

রোববার (৯ জুলাই) বিকেল সোয়া ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর ১৪ মিনিট আগে মঞ্চে আসেন সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিকেল পৌনে ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দুপুর আড়াইটা থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিল সহকারে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হন।

jagonews24

সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। প্রধান বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বিশেষ বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

jagonews24

সমাবেশ সঞ্চালনা করছেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

বিকেল পৌনে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন ডা. তামান্না ইসলাম, গুম হওয়া ছাত্রদল নেতা জুনেদ আহমদের মা, নতুন ভোটার সাদিয়া আক্তার রুহী ও মিছিলে গিয়ে নির্যাতনে দুই পা হারানো যুবদল নেতা খালেদুর রহমান খালেদসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখছিলেন।

ছামির মাহমু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।