রোহিঙ্গা ক্যাম্পের আরসা শীর্ষ কমান্ডার গ্রেফতার
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) রোহিঙ্গা ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২১ জুলাই) রাতে টেকনাফের শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার নূর মোহাম্মদের তথ্যের ভিত্তিতে আরসা সদস্যদের গ্রেফতারে শামলাপুর-বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকায় র্যাবের অভিযান চলছে।
এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
টিটি/জেডএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন উপলক্ষে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা
- ২ ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু
- ৩ ফের লাইনে লিকেজ, উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
- ৪ চট্টগ্রামে সিলিন্ডার গ্যাসের জন্য হাহাকার, বাড়ছে ক্ষোভ
- ৫ ভোটে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা