ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জোহার নিখোঁজের জিডি নেয়নি তিন থানা

প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৭ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ডলার লুটের ঘটনা তদন্তে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহা বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজধানীর তিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন নিখোঁজ জোহার পরিবারের সদস্যরা।

এর আগে বুধবার রাত ১টায় রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে দাবি করেছেন জোহার স্ত্রী কামরুন্নাহার।

কামরুন্নাহার জাগো নিউজকে বলেন, গতকাল (বুধবার) রাত থেকে রাজধানীর ক্যান্টনমেন্ট, কাফরুল ও কলাবাগান থানায় জোহার অপহরণ-নিখোঁজের জন্য জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি।

এবিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল জাগো নিউজকে বলেন, ‘কে বলেছে জিডি বা মামলা করতে এসেছে? তাদের সঙ্গে দেখাও হয়নি কথাও হয়নি। থানায় আসলে জিডি কেন নেব না?
 
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত কোন জিডি করা হয়নি।

এআর/জেইউ/এসকেডি/পিআর

আরও পড়ুন