বনানীতে গ্যাসের আগুনে দগ্ধ ৩, আহত ২০
রাজধানীর উত্তরার একটি বাসায় গ্যাস লাইনের ত্রুটি থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের চারজনের নির্মম মৃত্যুর এক মাসের মধ্যেই বনানীর একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বনানীর ২৩ নম্বর রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ জন আহতও হয়েছেন।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের রাজধানীর এপোলো ও ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবাই আতঙ্কগ্রস্ত হয়ে ছুটোছুটি করতে গিয়ে আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স) মেজর একেএম শাকিল নেওয়াজ জাগো নিউজকে বলেন, বাড়ির তৃতীয়তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়লে সেসব ফ্ল্যাটের বাসিন্দারা ছাদে উঠে যান। সেখান থেকে ২৫ জনকে নামিয়ে আনা হয়েছে। এ ঘটনায় ৩ জন দগ্ধ হলেও কেউ মারা যাননি।
গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান শাকিল নেওয়াজ।
ওই ভবনের পঞ্চম তলায় বসবাসকারী দুই শ্রীলঙ্কান নাগরিক অক্ষত রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাটে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছিলেন সুমাইয়া খানম, তার স্বামী যুক্তরাষ্ট্র দূতাবাসের মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার মো. শাহনেওয়াজ ও তাদের তিন সন্তান। তিন সন্তানের মধ্যে দুজন ঘটনার দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায়। পরদিন মারা যান শাহনেওয়াজ। আটদিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন সুমাইয়া।
এআর/এনএফ/পিআর