ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মুখে নয় বাস্তবে শিশু হত্যার বিচার চাই : মিজানুর রহমান

প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৮ মার্চ ২০১৬

শিশু হত্যার বিচার  শুধু মুখের কথায় নয় বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ চান মানবাধিকার কমশিনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাঘর ঢাকা মহানগর আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিচারহীনতার অপসংস্কৃতি আমাদের সমাজে বাসা বেধেঁছে। প্রধানমন্ত্রী সংসদে শিশু হত্যার বিচার নিয়ে যে উক্তি করেছেন আমরা তার বাস্তবায়ন চাই ।

শিশু হত্যা বন্ধে দেশ ও সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশু রাকিব-রাজন হত্যার পর যে ব্যবস্থা সরকার নিয়েছিল তার ফলে বিচার দ্রুত বাস্তবায়ন হয়েছে। আর তা সম্ভব হয়েছে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ফলে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদ রিপন, সংগঠনের ঢাকা মহানগর সভাপতি সোমেন পোদ্দার, প্রেসিডিয়েম সদস্য আবু সাঈদ প্রমুখ।

এএস/এসকেডি/এমএস