ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নওগাঁয় ডিমের আড়তে অভিযান, দুই ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১২ আগস্ট ২০২৩

নওগাঁয় ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইটি ডিমের আড়তসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১২ আগস্ট) দুপুরে শহরের বড় কাঁচাবাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।

এসময় পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- কাঁচাবাজার এলাকার গৌড় ডিম ঘর, অনিক ডিম আড়ত, আজিজ স্টোর, নিত্য পণ্য ও ভবানীপুর স্টোর।

Egg-2.jpg

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, দুপুরে শহরের বড় কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় গৌড় ডিম ঘরকে ৫০০ টাকা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অপরাধে অনিক ডিম আড়তকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় আজিজ স্টোর, নিত্য পণ্য ও ভবানীপুর স্টোরকে দুই হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। কিছু অসাধু ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করছেন না। জরিমানা করে ব্যবসায়ীদের সাবধান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এমআরআর/এমএস