ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গভীর সমুদ্রে তিন দিন ধরে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৪ আগস্ট ২০২৩

চট্টগ্রামে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে ভাসতে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে রোববার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে তাদের উদ্ধার করা হয়।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে এ তথ্য জানান কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি বলেন, গত ৭ আগস্ট বরিশাল থেকে এফবি ইমন নামে একটি মাছ ধরার নৌকা সমুদ্রে যায়। শুক্রবার (১১ আগস্ট) ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি সমুদ্রে ভাসতে থাকে এবং রোববার (১৩ আগস্ট) বিকেলে নৌকাটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। এরপর জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্টগার্ড পূর্ব জোনে যোগাযোগ করেন। পরে কোস্টগার্ডের নিয়মিত টহল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

আরও পড়ুন: ৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচলেন সাগরে ডুবতে থাকা ১৮ জেলে

তিনি আরও বলেন, উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্টগার্ড জাহাজে করে জেলেসহ নৌকাটি পতেঙ্গায় নিয়ে আসা হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে নৌকার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হয়।

আরএসএম/বিএ/এমএস