৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচলেন সাগরে ডুবতে থাকা ১৮ জেলে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৬ আগস্ট ২০২৩
ফাইল ছবি

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের সূত্র ধরে গভীর সাগরে ডুবতে যাওয়া ট্রলারের ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার (৬ আগস্ট ) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার (৫ আগস্ট) দুপুরে মো. জাকির হোসেন নামে এক জেলে ৯৯৯-এ কল দিয়ে বলেন, ‘আমি সাগর থেকে বলছি, তলা ফেটে আমাদের মাছ ধরার বোট ডুবে যাচ্ছে, আমরা কুতুবদিয়ার কাছাকাছি আছি, আমাদের উদ্ধারের ব্যবস্থান নেন দয়া করে।’

আরও পড়ুন>> তিনদিন ধরে সাগরে ভাসমান সেই ১১ জেলে উদ্ধার

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জুয়েল সেন। জুয়েল তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডকে ঘটনা জানিয়ে উদ্ধারের ব্যবস্থার জন্য বলেন। পরে ৯৯৯-এর ডেসপাচার এস আই মো. নাসির উদ্দীন উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার তথ্য নিতে থাকেন।

কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলের নিকটবর্তী এলাকা থেকে ডুবন্ত মাছ ধরার ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।

জানা গেছে, জেলেরা শুক্রবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফিশারীঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দেন। তারা সবাই লক্ষীপুরের কমলনগরের বাসিন্দা।

আরএসএম/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।