ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রাম জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২০ আগস্ট ২০২৩

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামানের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। রোববার (২০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এ নিয়ে নগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করার কথা জানিয়েছেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন নম্বরে ফোন করে টাকা চাওয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এর আগে ক্লোনকৃত নম্বর থেকে কল করে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর কাছে টাকা চাওয়া হয়। পরে ক্লোন করা নম্বরে কল করা হলে কেউ আর কল ধরেনি।

আরও পড়ুন>> ভৈরবে এসিল্যান্ডের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

এরপর যাচাই করে নম্বর ক্লোন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানায় জিডি করার জন্য আমাদের এক অফিসারকে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে মর্মে জেলা প্রশাসনের এক কর্মকর্তা ফোনে জানিয়েছেন। তবে এখনো অভিযোগ বা জিডি নিয়ে কেউ আসেননি।

ইকবাল হোসেন/ইএ/জিকেএস