ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হাটহাজারীতে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের হাটহাজারীতে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার মোহাম্মদ রুবেল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

গ্রেফতার রুবেল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার উত্তর কুলগাঁও এলাকার মৃত সোলেমানের ছেলে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) হাটহাজারী থানা মাটিয়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে, পুত্র সন্তানের জন্ম পরে অস্বীকার করার অভিযোগে দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করে র‌্যাব।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব জানায়, ভুক্তভোগী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। ২০১৪ সালে এক অনুষ্ঠানে রুবেলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বেড়াতে নিয়ে গিয়ে ব্যক্তিগত ছবি তুলে তা ভাইরাল করার হুমকি দিয়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন রুবেল। পরে অ্যাফিডেভিট (হলফনামা) মূলে বিয়ে করেন। ২০১৯ সালের ১৮ জানুয়ারি তাদের সংসারে একপুত্র সন্তানের জন্ম হয়। গত ১২ আগস্ট ভিকটিম সন্তানকে স্কুলে ভর্তির জন্য রুবেলের কাছে জাতীয় পরিচয়পত্রের কপি চাইলে তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করে বসেন। এরপর ভিকটিমকে মারধর করে রুবেল গা ঢাকা দেয়। এ ঘটনায় ভিকটিম আদালতের দ্বারস্থ হলে হাটহাজারী থানা পুলিশ ভিকটিমের অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা নেয়। পরে আসামি হাটহাজারীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ইকবাল হোসেন/এমএএইচ/এমএস