রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কাঁচামাল ব্যবসায়ী নিহত
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া হাইওয়ে রোডে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৫৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় হামিদুর (৩৮) ও শাহ-আলম (৫৫) নামে দুইজন আহত হয়েছেন। হতাহত তিনজনেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।
রোববার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস রাত সাড়ে ৪টার দিকে মারা যায়।
নিহত আব্দুল কুদ্দুসের ছেলে শফিক জাগো নিউজকে বলেন, আমার বাবা কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। নারায়ণগঞ্জের গাউছিয়ায় কাঁচামালের আড়ৎ রয়েছে। তিনি প্রতিদিন তেজগাঁও নাখালপাড়া বাসা থেকে আড়তে যেতেন। রাতে আবার ফিরে আসতেন। গতরাতে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বাবাসহ আরও দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে বাবাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন সফল করতে আমরা পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা
- ২ শেষ দিনে মনোনয়নপত্র জমার হিড়িক, সুষ্ঠু পরিবেশের প্রত্যাশা
- ৩ হাজারীবাগে রাহমানীর মাদরাসার পাশে বিকট শব্দ, পুলিশ বলছে ‘পটকা’
- ৪ যেসব কারণে বন্ধ হচ্ছে আসিফসহ জনপ্রিয় ব্যক্তির ফেসবুক পেজ
- ৫ মানববন্ধনে হামলার প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় ব্যবসায়ীরা