গ্রামীণফোনের ‘আলোর যাত্রা’
গ্রামীণফোন তার নতুন উদ্যোগ ‘আলোর যাত্রার’ ঘোষণা করেছে। বাঙালির স্বাধীনতা ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ২৫ মার্চের কালোরাতের শোককে সামনে এগিয়ে যাবার শক্তিতে পরিণত করার উদ্দেশ্যে গ্রামীণফোন এ অভিনব উদ্যোগ।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ২৫ মার্চ রাত সাড়ে ১০টায় ‘আলোর যাত্রা’ শুরু হবে। অন্ধকার পেরিয়ে আলোর জয়োৎসবে আলোর প্রদীপ হাতে অংশ নিতে যাচ্ছেন দেশের সকল ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ একাত্মতা প্রকাশকারী লক্ষাধিক মানুষ এবং গ্রামীণফোনের সকল কর্মী।
পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর বর্বরতার স্বাক্ষী আমাদের মহান মুক্তিযোদ্ধারা ২৫ মার্চ কালো রাতে ঘুমন্ত বাঙালির ওপর পাকিস্তানিদের হামলার চাক্ষুস অভিজ্ঞতার কথা স্মরণ করবেন।
একইসঙ্গে তারা বলবেন বাঙালির জেগে ওঠার সেই গল্প যেভাবে বাঙালি সব ভয় ও হতাশা কাটিয়ে উঠে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জন করে নিয়েছিল নিজেদের স্বাধীনতা। সকলেই এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আমন্ত্রিত।
গত ৪৪ বছরে সব বাধার বিপরীতে বিশ্বের বুকে বাংলাদেশ নিজেকে অর্থনৈতিকভাবে একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ জাতি হিসেবে পরিণত করেছে। এ সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে বাঙালিদের হৃদয়ে স্বাধীনতার চেতনাকে জাগিয়ে রাখতে হবে। আমাদের বহুদূরের যাত্রায় স্বাধীনতার এ প্রজ্জ্বলন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এটাই হবে এ উদ্যোগের মূলবার্তা।
আরএম/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নাগরিক পদক পেলো যেসব ব্যক্তি-প্রতিষ্ঠান
- ২ সরকারের অধ্যাদেশগুলোতে রাষ্ট্র সংস্কারের স্পষ্ট প্রতিফলন নেই
- ৩ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে খুন করেন হোটেলকর্মী
- ৪ অনুগত নয়, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে জনবান্ধব করতে হবে: সুব্রত চৌধুরী
- ৫ যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তারা মারাত্মক বিভাজনে জড়িয়েছে