ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৫ মার্চ ২০১৬

রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় লোহার ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ছাতা মসজিদের সামনে ড্রেনেজের পানি মোটরপাম্প দিয়ে নিষ্কাশনের সময় সেখানে কর্মরত জসিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে প্রতিবেশি আলাউদ্দিন তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা জসিমকে মৃত ঘোষণা করেন।

আলাউদ্দিন জানান, জসিম মোটর পাম্পের সাহায্যে ড্রেনেজের পানি নিষ্কাশনের কাজ করছিল। এ সময় পানির সঙ্গে বিদ্যুতের তারের সংস্পর্ষে এ দুর্ঘটনা ঘটে।

জসিমের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। সে ছাতি মসজিদের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতো।

এমএমজেড/এএইচ/পিআর