সাংবাদিকদের দেওয়া কথা রাখলেন ডিএমপি কমিশনার
সাংবাদিকদের দেওয়া কথা রাখলেন নবনিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। মাত্র তিনদিনের মধ্যে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিক কর্নার কক্ষটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন তিনি। নির্দেশ মোতাবেক তিনদিনের মধ্যেই মিডিয়া সেন্টারের সাংবাদিক কর্নারে নতুন একটি এয়ারকন্ডিশনার, দুটি নতুন কম্পিউটার ও নতুন সোফা সেট স্থাপন করা হয়েছে।
ডিএমপির ৩৬তম পুলিশ কমিশনার হিসেবে গত ৩০ সেপ্টেম্বর যোগদান করেন হাবিবুর রহমান। গত সোমবার (২ অক্টোবর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে ‘কমিশনার’স মিট দ্য প্রেস’ প্রোগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

‘কমিশনার’স মিট দ্য প্রেস’ প্রোগ্রামে নবনিযুক্ত কমিশনারকে সাংবাদিকদের পক্ষ থেকে কিছু সমস্যার কথা তুলে ধরা হয়।
সাংবাদিকরা ডিএমপি কমিশনারকে জানান, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা মিডিয়া সেন্টারে তাদের জন্য নির্দিষ্ট কক্ষে বসে প্রতিবেদন তৈরি করে নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠান। কিন্তু মিডিয়া সেন্টারের কম্পিউটারগুলো ঠিকমত কাজ না করায় সাংবাদিকদের কাজে ব্যাঘাত হচ্ছে।
মতবিনিময় শেষে ডিএমপি কমিশনার তাৎক্ষণিক সাংবাদিকদের কক্ষটি পরিদর্শন করেন ও তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেটি সংস্কারের নির্দেশ দেন। কমিশারের নির্দেশ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাসময়ে মিডিয়া সেন্টারের সাংবাদিক কর্নারে নতুন একটি এয়ারকন্ডিশনার, দুটি নতুন আপডেটেড কম্পিউটার ও নতুন সোফা সেট স্থাপন করেন।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, যে কোনো জায়গায় পরিবর্তন আনতে হলে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সমাজে সচেতনতা সৃষ্টি ও অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অপরাধবিয়ষক সাংবাদিকদের পেশাগত কাজে ডিএমপিতে আসতে হয়। মিডিয়া সেন্টারে বসতে হয়। এখানকার পরিবেশ সাংবাদিকবান্ধব হওয়া উচিত। এটি বিবেচনায় নিয়েই আমি ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাজের সুবিধার্থে যা যা প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি।
গত সোমবারের ‘কমিশনার’স মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরবাসীর জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি হবে রোল মডেল। ঢাকা মহানগরীকে যানজটমুক্ত, মাদকমুক্ত এবং সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তুলতে ডিএমপি বদ্ধপরিকর। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করে ঢাকা মহানগরীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে। এজন্য তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
টিটি/এমকেআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ২ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৩ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১
- ৪ চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত
- ৫ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে তামাকবিরোধী জোটের অভিনন্দন