ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

স্বাধীনতা দিবসে সেনা ও নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৫ মার্চ ২০১৬

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ১৯ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর ১৯ জন মাস্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী।

সেনাবাহিনীর ১৪ জন অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- অনারারী লেফটেন্যান্ট (টিএ) মো. তোফাজ্জল হোসেন, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) আব্দুর রহমান দাড়িয়া, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ক্লার্ক) মো. সেলিম আহমেদ, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (টিএ) মো. মোছলে উদ্দিন, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) মো. মোশারফ হোসেন, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (সার্ভেয়ার) মো. শাহ আলম মোল­া, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো. মোতাহার আলী, সিগন্যাল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. আমিনুর রহমান, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. বাদশা মিয়া, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. গোলজার হোসেন, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. এমদাদুল হক মৃধা, বীর; অনারারী লেফটেন্যান্ট (আর্মোরার) মো. ছালেহ আহম্মদ, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (এএভেহীকল) মো. বেলাল হোসেন, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (এটি) মো. কামাল হোসেন, অর্ডন্যান্স।

সেনাবাহিনীর ১৯ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. সহিদুল ইসলাম, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওপিআর) মো.  হানিফ উদ্দিন, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ক্লার্ক) মো. দেলোয়ার হোসেন হাওলাদার, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ক্লার্ক) মো. সেলিম চৌধুরী, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ইলেকট্রিশিয়ান) মুন্সী জায়েদ আলী, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ক্লার্ক) মো. ফয়জুল হক খাঁন, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো. রহমত আলী, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আব্দুল আজিজ, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ক্লার্ক) মো. খোরশেদ উদ্দিন, ই বেংগল।

মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. সাজেদুর রহমান, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ক্লার্ক) মো. বজলুর রহমান, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) রমজান মিয়া, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মোসতাফিজুর রহমান মিজি, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. শফিকুর রহমান, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (অ্যান্সিলারি) মো. সাইফুল ইসলাম, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (টিএসএ) এস এম জাহাঙ্গীর আলম, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহীকল) এস এম আব্দুল মতিন, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহীকল) মো. আফতাব উদ্দিন ভূঁইয়া, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) শেখ সুজাত হোসেন, অর্ডন্যান্স।

বাংলাদেশ নৌবাহিনীর ১৯ (উনিশ) জন মাস্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- খন্দকার মোহাম্মদ শফিকুল ইসলাম, এমসিপিও (এক্স)(কিউএ-১);মোহাম্মদ ইকবাল হোসেন, এমসিপিও (ওই); এম এ হাই, এমসিপিও (এক্স) (জিএ-১); এ বি এম আশরাফুল ইসলাম, এমসিপিও (এস/ডব্লিউ); ক্ষীতিশ চন্দ্র বর্ম্মন, এমসিপিও (ই); মোঃ মিজানুর রহমান, এমসিপিও (এক্স) (টিডি-১); মোহাম্মদ নুরূল ইসলাম, এমসিপিও (এক্স) (পিআরআই); মোঃ জাহিদুর রহমান, এমসিপিও (এক্স)(সিডি-১); মোহাম্মদ আছাদুজ্জামান, এমসিপিও(আর); মোহাম্মদ ফজলুল হক, এমসিপিও (এক্স)(জিআই); মোঃ মজিবুর রহমান, এমসিপিও (এল); সুজিত কুমার বড়ুয়া, এমসিপিও (এস); মোহাম্মদ মনোয়ার হোসেন, এমসিপিও (এক্স)(টিডি-১); মোঃ মোবারক হোসেন, এমসিপিও (মিউজ); মোঃ আবুল হোসেন, এমসিপিও (এস); মো. সাহাদত হোসেন, এমসিপিও (ক্যাট); মোহাম্মদ মাহবুবুল আলম, এমসিপিও (আর); মো. আব্দুর রাজ্জাক, এমসিপিও (এক্স)(সিডি-১); মোহাম্মদ মোজাম্মেল হক, এমসিপিও (এক্স)(জিএ-১)।

সেনা ও নৌবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ ২০১৬ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এআর/আরএস