ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ফতুল্লায় দোতলা থেকে পড়ে চার বছরের শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৭ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকার একটি বাসার দোতলা থেকে পড়ে মোহাম্মদ সাদাফ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা রাজু জাগো নিউজকে বলেন, আমার ছেলে বাসার দোতলায় বিড়ালের সঙ্গে খেলা করছিল। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম